জসীম উদ্দীন দেওয়ান : জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়া মোড়া এলাকায় মত বিনিময় সভায় অংশ গ্রহণ করতে গেলে,দূর্বৃত্তদের হামলার শিকার হন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ- ১ আসনের বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনসহ ১০ জন নেতা কর্মী। এসময় শাহ মোয়াজ্জেমের গাড়িসহ বহরে থাকা মোট সাতটি গাড়ি ভাঙ্গচুর করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। শাহ মোয়াজ্জেম হোসেনের প্রেস সচিব এইচ এম সাইফ আলী খাঁন জানান, শনিবার বিকালে কুচিয়া মোড়া এলাকায় একটি মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে গেলে ১৫ থেকে ২০ টি মোটর সাইকেল চরে এক দল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র এবং দেশিয় অস্রসহ তাদের বহরে হামলা করে তাদের বহরের সাতটি গাড়ি ভাঙ্গচুর করে এবং তাদের নেতাকেসহ গাড়িতে থাকা প্রায় ১০ – ১২ জনের ওপর হামলা চালিয়ে ঘটনা স্থল ছেড়ে চলে যায় সন্ত্রাসীরা। এসময় শাহ মোয়াজ্জেমের মাথায় ও ঘাড়ে আঘাত লাগে এবং বেশ কয়েকজন মারাত্মক আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা জানান। কয়েকজনকে চিকিৎসা নিতে ঢাকা পাঠানো হয়েছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত নেতা শেখ আব্দুল্লাহর সমর্থকরা দিনের বেলা শাহ মোয়াজ্জেমকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। তার ধারাবাহিকতাই এমনটি হতে পারে বলে মনে করছেন তিনি ।
Be the first to comment on "কুচিয়া মোড়ায় বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেমর গাড়ি বহরে দূর্বৃত্তদের হামলায় আহত ১০ জন, সাতটি গাড়ি ভাঙ্গচুর"