স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের তিনটি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে মুন্সীগঞ্জ-১। এটি শ্রীনগরও সিরাজদিখান দুটি উপজেলা নিয়ে গঠিত।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে মাহীসহ যুক্তফ্রন্টের তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ আসনে বিভিন্ন দলীয় মনোনয়ন প্রত্যাশায় দলীয় প্রচারণা চালান কেন্দ্রীয় আওয়ামীলীগের বন পরিবেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু। তিনি দলীয় মনোনয়ন পত্রও সংগ্রহ করেন। এদিকে নৌকা প্রতীকে মাহি বি চৌধুরী নির্বাচন চূড়ান্ত হওয়ায় তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তার পক্ষে কাজ করার অঙ্গিকার করেছেন। এবং মাহি কে নিয়ে বিভিন্ন কর্মকান্ড করছেন।
নৌকার মার্কায় ভোট দিয়ে মাহি বি চৌধুরীকে জয়জুক্ত করতে সকল আওয়ামীলীগ নেতাদের একযোগে কাজ করার আহবান জানান মাকসুদ আলম ডাবলু।
Be the first to comment on "মুন্সীগঞ্জ ১: দল যাকে মনোনয়ন দিবেন তার পাশেই থাকবো – ডাবলু"