স্টাফ রিপোর্টার: : হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান মহোদয়। বুধবার সকালে তিনি এই পরিদর্শণ করেন। এ সময় তিনি সন্ত্রাস,মাদক নিয়ন্ত্রণে অগ্রগতির বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, কোন অপরাধীদের ছাড় দেয়া হবে না। শান্তি শৃঙ্খলার জন্য পুলিশ সজাগ রয়েছে।এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আমিনুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বলেন, মুন্সীগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম স্যারের নির্দেশে সন্ত্রাস,মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্সে রয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
Be the first to comment on "হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল"