স্টাফ রিপোর্টার: শ্রীনগরে আওয়ামীলীগের কর্মি সমাবেশ হয়েছে।এখনো ঘোষণা না হলেও মাহি বি,চৌধুরী আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন করছেন এটা নিশ্চিত হয়ে উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে তাকে আমন্ত্রণ জানানো হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: তোফাজ্জল হোসেনের বেজগাঁও বাড়িতে মঙ্গবার দুপুরে এই কর্মি সমাবেশে বক্তব্য রাখেন,মুন্সীগঞ্জ-১ আসনের বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরী। এখন মহাজোটের প্রার্থী ঘোষণা বাকি কেবল তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেকা নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু , মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সামসুল আলম সজল, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নূরে আলম চৌধুরী,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন , সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবু হানিফা নোমান, উপজেলা যুবলীগ সভাপতি ফিরোজ আল মামুন,সাধারণ সম্পাদক নেসারুল্লাহ সুজন,যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন,,সদস্য জিএম খালিদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিশাদ সিকদার,সাধারণ সম্পাদক হামিদুল্লা খান মুন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন
শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, যুবলীগ নেতা সাইদুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা শাওন, আসিফ,ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক, মামুন কবির, সাংগঠনিক সম্পাদক রতন সাহা,
সহসভাপতি রিয়াজুল ইসলাম লাভলু,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, হাজী মুহাম্মদ সেলিম ভুঁইয়া।
কর্মী সভা শেষে মাহী বি চৌধুরী শ্রীনগর বাজারের ব্যাবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া চান।
এ সময় আওয়ামীলীগ নেতারা মাহির পাশে থাকার আশ্বাস দেন এবং তার পক্ষে সকলকে ভোট দেওয়ার দাবি জানান।
Be the first to comment on "শ্রীনগরে আওয়ামীলীগের কর্মি সভায় মাহি"