স্টাফ রিপোর্টার: রামপালের হাতিমারা শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ পাঠাগারে সোমবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মুন্সীগঞ্জ ৩ আসনের নৌকা প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন। এ সময় মতবিনিময়ের শেষ মুহুর্তে মতবিনিময়ে উপস্থিত হন মুন্সীগঞ্জ ৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী এ্যাড. মৃণাল কান্তি দাস। পরে তিনি বিজয়ের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
এতে মো: ফিরোজ দালালের সভাপতিত্বে শেখ মনিরুজ্জামান রিপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুক্তিযুদ্ধা মো: নুরুল হুদা, মুক্তিযুদ্ধা সামাদ মিয়া, মো: আব্দুর রব মেম্বার, মো: আমির হোসেন, মো: সুলতান আহমেদ,মো: আনিসউদ্দিন, মো: সাজু মিয়া, মো: লিপু কাজী, মো: মনির হোসেন,বেলায়েত হোসেন লিপু মো: শাহজাহান মিয়া, মো: নুরুল ইসলাম, মো: লিটন মেম্বার, মো: শামীম হাসান শেখ,মো: আলী আহমেদ বিটু, মো: আরিফ তালুকদার, মো: রাসেল শেখ, মো: মিশু,মো: আলমগীর হোসেন, এইচ আই শান্তনূর, ফরহাদ আহমেদ সবুজ, মো: সুইটেক্স, মো: শিহাব আহমেদ, শিপু, শিপন ঢালী, মো: পলাশ শেখ ও তাঈন প্রমুখ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন এটা বঙ্গবন্ধুর নৌকা, এটা শেখ হাসিনার নৌকা। তাই নৌকার জয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
Be the first to comment on "এটা বঙ্গবন্ধুর নৌকা,এটা শেখ হাসিনার নৌকা"