নিউজ ডেস্ক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ভোটে অংশগ্রহণেচ্ছুক আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ফয়েজ আহাম্মদ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
তিনি বলেন, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। হিরো আলম ৩ হাজার ৫শ’ ভোটারদের স্বাক্ষর-সম্বলিত তালিকা জমা দিয়েছিলেন। এর মধ্যে থেকে ১০ জনের তালিকা যাচাইকালে তিনজনের ভোটারের তালিকা ভুয়া পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জাতীয় পার্টি থেকে মনোনয়নের ফরম সংগ্রহ করেন হিরো আলম। তবে দলটির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম।
গত ২৮ নভেম্বর বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোছা. শারমিন আখতারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
Be the first to comment on "হিরো আলমের মনোনয়ন বাতিল"