মেহেদি হাসান মিঠু রামপাল ইউনিয়নের দালালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন প্রভাষক।বর্তমানে টঙ্গীবাড়ি বিটি কলেজে কর্মরত আছেন। এই প্রতিষ্ঠানটি জাতীয় করণ হয়েছে ইতিমধ্যে। তিনি মানবতা কাজে দীর্ঘদিন যাবৎ জড়িত। তার প্রচেষ্টায় গড়ে উঠেছে সামাজিক সংগঠন ‘অভিযাত্রিক”। এই অভিযাত্রিকের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদি হাসান মিঠু।। শিক্ষাক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা রামপাল বাসী গ্রুপের পক্ষ থেকে তার সাফল্য কামনা করি।
——–সহ- সম্পাদক
Be the first to comment on "আলোকিত মুখ ১ : প্রভাষক মেহেদি হাসান মিঠু"