স্টাফ রিপোর্টার: সদরের মিরকাদিম রিকাবী বাজারস্থ এলাকায় শুক্রবার (২৪ নবেম্বর) সকালে সামাজিক সংগঠণ ভূবনগড়া যুব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বেঁদে পল্লীতে অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত শতাধিক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন সংগঠক ম. মনিরুজ্জামান শরীফ, ফারজান সুমন ,ডাঃ নাজমুল হাসান রন্টি, শামিম আশরাফ, মোঃ রেজা খান, আবু সুফিয়ান এহসান, হিমেল, নাহিদ, ইমন ও শাহিন প্রমুখ। সংগঠনটি প্রতি বছর বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।
Be the first to comment on "বেঁদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ"