আনন্দ-উচ্ছ্বাস বর্ণিল আয়োজনে উদযাপিত হলো রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ” ক্লাস পার্টি “। ২০১৮ সালের মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২ নভেম্বর ( বৃহস্পতিবার) বছরের শেষ কর্ম দিবস। এ উপলক্ষে ছাত্রীরা নানা রঙের বেলুন, ফুল, কাগজের ঝালট ও বিভিন্ন সাজে শ্রেণি কক্ষগুলো সুসজ্জিত করেন এবং তাদের পচ্ছন্দ অনুযায়ী নানা রঙের পোষাক পরে, হৈ-হুল্লোড়, নাচ-গান, ফটোসেশন, বাহারী খাবার এবং কেক কেটে এক বছরের শিক্ষা জীবনকে স্মরণীয় করে রাখেন।
Be the first to comment on "রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি"