২১ ই নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে বই সম্পর্কিত ফেসবুক গ্রুপ ‘বইপড়ুয়া’-র উদ্যোগে আয়োজিত হয় মুন্সীগঞ্জের বইপড়ুয়াদের মিলনমেলা। উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বইপ্রেমী বইপড়ুয়ারা।
তরুণ কিছু বইপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে গত ৩রা ফেব্রুয়ারি, ২০১৮ তে বইপড়ুয়াদের উৎসাহিত ও বইবিমুখীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ফেসবুকে ‘বইপড়ুয়া’ নামে একটি গ্রুপ খোলা হয়। গ্রুপটির মূল উদ্দেশ্য বর্তমান তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক বিভিন্ন কর্মকান্ড থেকে দূরে সরিয়ে আনার লক্ষ্যে প্রতিটি তরুণের হাতে হাতে বই পৌছে দেয়া। পরিচ্ছন্ন মননের প্রত্যয় নিয়ে গ্রুপটি প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরান্বিত করছে এ উদ্দেশ্যকে। সম্প্রতি গ্রুপের এক বিশেষ অনন্য উদ্যোগ ‘বইপড়ুয়া অনলাইন লাইব্রেরি’ প্রতিষ্ঠা। এ লাইব্রেরির কার্যক্রম থাকবে সারা দেশজুড়ে। সারাদেশের বইপড়ুয়ারা এ লাইব্রেরি থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই নিয়ে পড়তে পারবেন খুব সহজেই। সব থেকে চমৎকার ও প্রশংসাযোগ্য যে বিষয়টি তা হচ্ছে লাইব্রেরির সদস্যপদ গ্রহণের পদ্ধতি। সদস্যপদ প্রাপ্তির আগ্রহীগণ লাইব্রেরির সংগ্রহশালায় একটি বই প্রদানের মাধ্যমে সদস্যপদ লাভ করতে পারবেন। এতে করে সদস্যপদ প্রাপ্তিও হলো, লাইব্রেরির সংগ্রহশালাও বৃহদাকার ধারন করার সামর্থ্য লাভ করবে।
এভাবেই গ্রুপটির পরিধি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বেশ কিছুদিন পূর্বে ১ লক্ষ সদস্যের এক বৃহৎ প্লাটফর্ম হিসেবে শির উন্মোচিত করে। এ উপলক্ষকে ঘিরে গ্রুপের এডমিনগণ বিভিন্ন জেলার বইপড়ুয়াদের নিয়ে মিলনমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। এই ধারাবাহিকতার মোড়ক উন্মোচন করতে প্রথমেই মুন্সীগঞ্জ জেলার বইপড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় উক্ত মিলনমেলার।
মিলনমেলাতে বইপড়ুয়ারা তাদের বইপড়া নিয়ে অনুভূতি, বই নিয়ে চমৎকার ঘটনা ও দেশে বইপড়ার বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। এছাড়াও বইপড়ুয়ারা একে একে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মুখরিত করে রেখেছিলেন হরগঙ্গার আঙিনা। বইপড়ুয়াদের এ আয়োজনকে স্বাগত জানাতে কিছু মুহুর্তের জন্য সময় দিয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সফিকুল ইসলাম। উল্লেখ্য, জনাব সফিকুল ইসলাম রচিত ‘নারী ও গণিত’ বইটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া যুগিয়েছিলো।
Be the first to comment on "হরগঙ্গা কলেজের আঙিনায় মুন্সীগঞ্জের বইপড়ুয়াদের মিলনমেলা"