শিরোনাম

ফিনিশিং টাচ্ — জসীম উদ্দীন দেওয়ান

 

আমির ঢালী, দিলেন গালি।

বেকুবের দল খালি খালি।

বোগাজ কথা কয়।

মনোনয়ন ফাইনাল হইছে

সেমি ফাইনাল তা নয়।

বিব্রত সব আমজনতা,

সূত্র পায়না গ্রহনযোগ্য যা।

সূত্র হরেক রকম।

এ আসনে সে পাইছে,

না পাবাদের হৃদয়ে জখম।

রনিরা কয় তাহারা পাইছে,

নিজেরা পাইছে গনিরাও কইছে।

কেমন বেকুব বল?

দুজনারে একই আসনে, মনোনয়ন কি দেয় দল?

মাসের পর মাস এম্নি চলে,

ছোট সূত্র বার বার বলে।

বড় কয়েকটাও তা কয়।

পরোক্ষনে, আপন মনে, সূত্র বদল হয়!

আগে পরে যাহাই কইছে, গানের সুর বদল হইছে,

ফিনিশিং টাচ্ বাকি।

সূত্রকে বহু মূত্রে পাইছে, এবার তবে রাখি।

Be the first to comment on "ফিনিশিং টাচ্ — জসীম উদ্দীন দেওয়ান"

Leave a comment

Your email address will not be published.


*