নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার সামাজিক সংগঠন ”বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন ” এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
”বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন” এর সভাপতি রবিন হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন এর সঞ্চালনায় জেলার টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ গ্রামে শুক্রবার সকাল ১০ টায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ”বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন”এর উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ রাসেল ফখরুদ্দিন।
”বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন” এর সিনিয়র সহ-সভাপতি মো. বিপ্লব হাসান স্বাগত বক্তব্য রাখেন । এছাড়া আরো বক্তব্য রাখেন ”আলোকিত টঙ্গীবাড়ি ফাউন্ডেশন” এর সভাপতি মো. রাহাত , ”বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন” এর অর্থ সম্পাদক আব্দুর কাদির হাওলাদার , সদস্য মো. শুভ হাওলাদার , মো. সাব্বির হোসেন, মুর্শেদা আক্তার মিম প্রমুখ।
উক্ত সাধারণ সভায় ”বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন” এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Be the first to comment on "টঙ্গীবাড়িতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভা"