শিরোনাম

এবার নারায়ণগঞ্জ মাতাবেন মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল

 

বিনোদন রিপোর্টার: ১৬ নবেম্বর  নারায়গঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেলের পরিবেশনায় মঞ্চস্থ হতে যাচ্ছে   নাটক কাকতারুয়া। জাগরণের নাট্য সাংস্কৃতিক উৎসব নামে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। কাকতারুয়া

নাটকটির  গলপ  লিখেছেন সেলিনা হোসেন। নির্দেশনা:-সুদ্বীপ দাস দ্বীপ।নাট্যরূপ: -সাবেরা আক্তার ছবি এবং প্রযোজনা অধিকর্তা: -সাব্বির হোসাইন জাকির।এর আগে মুন্সীগঞ্জে মঞ্চস্থ হয়ে বেশ প্রশংসা কুড়ায় কাকতারুয়া। এবার নারায়ণগঞ্জ মাতাবেন থিয়েটার সার্কেলের এই পরিবেশনা। এতে অভিনয় করছেন জ‌সিম উদ্দিন,‌দেবা‌শিষ রিদয়, রি‌ত্তিক,‌সিমান্ত,‌দিগন্ত,ত‌ন্নি,‌রিয়া,‌রি‌মি,প্রিয়াংকা ,অর্ক,ন‌দী,ইয়া‌সিন,আদনান,হা‌বিব, জয়,তমাল,‌বন্যা,আশরাফ ,জয় দাস , জয় কুমার ,সুমাইয়া ,কর্ম কর্তা :- শিশির রহমান ,আনমনা আনোয়ার , মোজামেমল হোসেন সজল , জয়া দাস শিখা ,আল মামুন ,ডালিম রহমান , আশিক চৌধুরী ও সুমি দাস শুভ্রা প্রমুখ।

কর্মকর্তা জিতু রায় , ইকবাল . তুষার রায়।

 

 

Be the first to comment on "এবার নারায়ণগঞ্জ মাতাবেন মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল"

Leave a comment

Your email address will not be published.


*