শিরোনাম

আর্টিসানের আউটলেট এখন বনশ্রীতে

 

ঢাকার অন্যতম আবাসিক এলাকা বনশ্রীর ‘এফ’ ব্লকের ১ নং সড়কে বাংলাদেশের ফ্যাশন জগতের অভিজাত ব্র্যান্ডশপ ‘আর্টিসান’ এর ১৩তম আউটলেটের উদ্বোধন করেন পুলিশ কর্মকর্তা ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম।

শুক্রবার ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও চিত্রপরিচালক মেহের আফরোজ শাওন, উত্তরণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. ওয়াজেদ সামসুন্নাহার দিশা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, আর্টিসান আউটফিটার্স লিমিটেড এর চেয়ারম্যান অনিতা গমেজ এবং ব্যাবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল, সিটি ব্যাংকের এফভিপি ও হেড অব বিজনেস ডেপেলপমেন্ট (মিডিয়াম) মনির উদ্দিন আহমেদ, ফ্যাশন-১ এর মালিক মলয় কুমার দেবদাস, উত্তরণ ফাউন্ডেশনের কোর্ডিনেটর এম এম মাহবুব হাসান, আর্টিসানের সিওও শামিম আলম, ম্যানেজার অপারেশন মাহবুবুল হাসান অপু, লেডি এম্বাসেডর আউটলেট অপারেশন কবিতা গমেজ প্রমুখ।

 

—– কালের কন্ঠ অনলাইন

 

Be the first to comment on "আর্টিসানের আউটলেট এখন বনশ্রীতে"

Leave a comment

Your email address will not be published.


*