শিরোনাম

পুরষ্কৃত হলেন শ্রীনগর অতিরিক্ত পুলিশ সুপার

 

শ্রীনগর প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগর অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রীনগর সার্কেল কাজী মাকসুদা লীমাকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার ঢাকা রেঞ্জ ডিআইজি কর্যালয় থেকে তাকে পুরস্কৃত করা হয়। জানা-যায়, লৌহজং থানার ক্লুলেস(অজ্ঞাত) হত্যা মামলার আসামীকে গ্রেফতার করার জন্য অতিরক্ত পুলিশ সুপার ও শ্রীনগর সর্কেল কাজী মকসুদা লীমাকে পুরস্কৃত করা হয়।

 

 

Be the first to comment on "পুরষ্কৃত হলেন শ্রীনগর অতিরিক্ত পুলিশ সুপার"

Leave a comment

Your email address will not be published.


*