শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর ধামারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে ৩৮ জন প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে তাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য কাজী সাব্বির আহমেদ দীপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাঠাদিয়া শিমুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নুর হোসেন বেপারী। আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মোতালেব শেখ, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. গনি ঢালী ও প্রধান শিক্ষিকা নামজমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদার, ইউপি সদস্য আলী হোসেন বেপারী, মহিলা ইউপি সদস্য লুৎফা বেগম, যুবলীগ নেতা হাবিবুর রহমান মাদবর, ইউপি সদস্য কবির হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য জসিম শেখ, হাবিবুর রহমান শিকদারসহ প্রমুখ নেতৃবৃন্দ। সহকারী শিক্ষক মো. আতায়োর হোসেন সুজনের সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক আরজুদা বেগম, রফিকুল ইসলাম, মিতালী মন্ডল, আখি আক্তার ও সায়মা ইসরাত।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ ৩৮ জন প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Be the first to comment on "টঙ্গীবাড়ির ধামারণে ৩৮ প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা"