শিরোনাম

কবি নয়ন মন্ডলের কবিতা

 

ঊষার দুয়ার টুটবো


মাঠ ঘাট আর বন পেরিয়ে

ছুটবো মোরা ছুটবো

শত বাঁধা পায়ে দলে

এক হয়ে সব জুটবো ।

গোলাপ বেলীর বোঁটায় বোঁটায়

ফুটবো মোরা ফুটবো

প্রভাতের ঐ পাখি হয়ে

ঊষার দুয়ার টুটবো ।

Be the first to comment on "কবি নয়ন মন্ডলের কবিতা"

Leave a comment

Your email address will not be published.


*