শিরোনাম

‘গান আমার সাধনা, গান আমার স্বপ্ন’

 

রোমান রায়: ছোটবেলা থেকেই গান পাগল, তাই তো গুণ গুণ করে গাইতে গাইতে আজ একজন প্রতিষ্ঠিত সংগীত শিল্পী। বলছি চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৪ সালের প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জনকারী মনিষা ভাদুরী মেরী’র কথা। নিজের স্বপ্ন পূরণ লক্ষে তার অদম্য চেস্টা আর অক্লান্ত পরিশ্রম পাশাপাশি পরিবারের উৎসাহে সংগীত চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন সর্বদা।

 

সবার উৎসাহ অনুপ্রেরণা আর ভালোবাসা নিয়ে বেশ ভালো ভাবেই নিজেকে স্বপ্নের পথে এগিয়ে নিয়ে চলছেন। সেরা কন্ঠে ৪র্থ হওয়া ছাড়াও তার ঝুলিতে জাতীয় পর্যায়ে শিশু একাডেমী জাতীয় পুরস্কার আর শিল্পকলা একাডেমী পুরস্কার।

 

ছোটবেলায় গান শিখেছেন শিশু একাডেমীতে এখন তিনি নিয়মিত গানের তালিম নিচ্ছেন দেশবরেণ্য সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, সঞ্জীব দে এবং অলোক সেনের কাছে। মনিষা ভাদুরী মেরী মূলত ফোক লালন গানে বেশি সাচ্ছন্দ্যে থাকলেও আধুনিক, নজরুলগীতি এবং রবীন্দ্রসংগীতেও রয়েছে তার সমান দক্ষতা।

গান গেয়ে দেশের শ্রোতাদের পাশাপাশি বিদেশের প্রবাসীদের মন জয় করে নিয়েছেন। কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও নেপালসহ আরো বেশ কয়েকটি দেশে স্টেজ শো করেছেন। এখনতো দেশে কোনো প্রশাসনিক শো কিংবা যে কোনো উৎসবে স্টেজ শো’তে মেরী নিয়মিত।

 

ইতোমধ্যে তিনি ২৫ টির মতো গান করেছেন, পাশাপাশি বেশকিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। খুব শীঘ্রই কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী আকাশ সেনের সাথে একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হবে। বর্তমানে এতোকিছুর সাথে ব্যস্ত আছে চলচ্চিত্রে প্লেব্যাক নিয়ে।

 

গো নিউজের সঙ্গে কথা হয় তার। তিনি জানান, ‘আমি গানের মানুষ তাই আমার সবকিছু গানকেই ঘিরে। আমি ছোটবেলা থেকেই গান করতে পছন্দ করি তাই গান আমার রক্তে সাথে মিশে আছে। গানের জন্য আমি সব সময় আমার পরিবারের সবার কাছ থেকে সাপোর্ট পেয়ে আসছি, যার জন্য আমি আজ এই অবস্থানে দাঁড়াতে পেরেছি। গান নিয়ে আমার অনেক স্বপ্ন, সকলের ভালোবাসা নিয়ে একজন দেশ সেরা সংগীত শিল্পী হতে পারি।

 

বর্তমান ব্যস্ততা নিয়ে মেরী জানালেন, সামনে তার একটি একক অ্যালবাম বের হবে সেটার কাজ চলছে, পাশাপাশি কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করার কথা চলছে।

 

 

Be the first to comment on "‘গান আমার সাধনা, গান আমার স্বপ্ন’"

Leave a comment

Your email address will not be published.


*