স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়াকান্দি গ্রামে উদযাপিত হলো ‘সোনারং তরুছায়া বৃক্ষ উৎসব ও সোনারং তরুছায়া সম্মাননা ২০১৮’ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এ এফ এম আবদুর রহমান, সম্মানিত বিশেষ অতিথি, একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী সারা যাকের। এ সময় উপস্থিত ছিলেন ‘সোনারং তরুছায়া সম্মাননা ২০১৮’ প্রাপ্ত কৃষি উদ্যোক্তা রাজিয়া সুলতানা, কবি, চ্যানেল আইয়ের সংবাদ পাঠিকা ও বৃক্ষপ্রেমী ফারজানা করিম, ‘সোনারং তরুছায়া সম্মাননা ২০১৮’ প্রাপ্ত বৃক্ষপ্রেমী মোঃ আমিনুল ইসলাম ও ‘সোনারং তরুছায়া সম্মাননা ২০১৮’ প্রাপ্ত বৃক্ষপ্রেমী উপসচিব, গাজীপুর সিটি কর্পোরেশন এর অাঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস প্রমুখ। এটি ছিলো ‘সোনারং তরুছায়া’র ১৫তম অনুষ্ঠান।
Be the first to comment on "গজারিয়ায় সোনারং তরুছায়ার বৃক্ষ উৎসব ও সম্মাননা প্রদান"