স্টাফ রিপোর্টার: রামপালের দালালপাড়া এলাকায় নানীর বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্টে মাদরাসার শিক্ষার্থী মো: সিয়াম (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিপাহীপাড়া মাদরাসায় পড়াশোনা করত। স্থানীয়রা জানান, পাশের বিবাহ বাড়িতে অনুষ্ঠান দেখতে যায় সিয়াম। সেখানেই বিদ্যুৎপৃষ্ঠে সে মারা যায়। এই বিষয়ে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎ পৃষ্ঠে এক মাদরাসার শিশু শিক্ষার্থী মারা গেছেন। এই বিষয়ে কোন অভিযোগ পাইনি।অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এতিকে বেড়াতে এসে শিশুর মৃত্যুতে তার স্বজনদের পরিবারে বইছে শোকের ছায়া।
Be the first to comment on "রামপালে বিদ্যুৎপৃষ্টে মাদরাসা পড়ুয়া শিশুর মৃত্যু"