স্টাফ রিপোর্টার: মিরকাদিমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলটি পৌর কার্যালয় হতে বের হয়ে রিকাবী বাজার প্রদক্ষিণ করে পৌর সভায় এসে শেষ হয়। এ সময় মিছিল শেষে কর্মিদের উদ্দেশ্য নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন মেয়র শাহীন। মিছিলে সহস্রাধিক নেতাকর্মি অংশ নেয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযুদ্ধা কামাল আহমেদ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: নাছিরউদ্দিন, সংগঠক মাসুদ ফকরী খোকন, কাউন্সিলর মো: হারুন রশিদ, হাজী মো: আজমান হোসেন, হাজী মনির হোসেন সোহেল সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Be the first to comment on "মিরকাদিমে আনন্দ মিছিল"