রোমান রায়: অভিনেতা সাগর সিদ্দিকী, গেল ৬ নভেম্বর ছিলো তার জন্মদিন। এই উপলক্ষে গতকাল রাজধানীর একটি রেস্তোরাতে অভিনেতা সাগরের বন্ধুবান্ধব সহ তার শুভাকাঙ্খীরা তাকে একটি সারপ্রাইজ পার্টি থ্রো করে। বন্ধু স্বজনদের এমন ভালোবাসা পেয়ে অভিনেতা সাগর ও তার স্ত্রী অভিনেত্রী আন্না ভীষণ খুশি হয়েছেন।
সন্ধ্যার পর পরই অনুষ্ঠান শুরু হয় সবার আগমনে আনন্দঘনময় পরিবেশ আরো মুখোরিত হয়ে উঠে। একে একে তার বন্ধু শুভাঙ্খীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বন্ধুদের একসঙ্গে কাছে পেয়ে অভিনেতা সাগর আবেগাপ্লুত হয়ে যান। তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আজ অনেক অনেক আনন্দিত এবং সবার ভালোবাসার কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ। আমার প্রিয় মুহূর্তে যখন আমার এই প্রিয় মানুষগুলোকে কাছে পাই সত্যি তখন মনে হয় আমার আর কিছুই চাওয়ার নাই। আমি ভাবতে পারিনি এরা আমাকে এভাবে আমার বিশেষ দিনে আমাকে চমকে দিবে। আমি আজ অনেক সুখী আমি আমার পাশে আমার প্রিয় সহধর্মিনী আন্নাকে পাশে নিয়ে সবার সাথে এই দিনটিকে উৎযাপন করতে পেরেছি।
এদিকে অভিনেত্রী আন্না স্বামী সাগরের জন্মদিন উপলক্ষে তিনি বলেন, আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন, তাই আমি আমার ভালোবাসার মানুষটার জন্য আল্লাহতায়ালার কাছে ওর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের দিনটাকে আমি বিশেষ ভাবে মনে রাখবো। যারা আমাদের চমকে দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাবনূর, চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান, অঞ্জনা, পলি, শিপন মিত্র, জয় চৌধুরী, অভি, সাঞ্জু জনসহ অনেকে।
Be the first to comment on "অভিনেতা সাগরের জন্মদিনে সারপ্রাইজ"