শিরোনাম

মুন্সীগঞ্জে জেল হত্যা দিবস পালিত

 

স্টাফ রিপোর্টাের: মুন্সীগঞ্জে  জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হযেছে। শনিবার বিকালে মুন্সীগঞ্জ পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার চৌধুরী কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাড মৃণাল কান্তি দাস। এ সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদেরকে সজাগ থাকতে হবে যেন কোন অপশক্তি তৎপরতা চালাতে না পারে।  আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশে উন্নয়ন করার সুযোগ দিন।

এতে সভাপতিত্ব করেন  মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন।

 

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি খালেদা খানম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন, অ্যাড. গোলাম মাওলা তপন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আল মাহমুদ বাবু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলার সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, জাতীয় জেলা শ্রমীকলীগের সভাপতি আবুল কাশেম, মনিরুজ্জামান শরীফ, শেখ মনিরুজ্জামান রিপন, বাদশা মিয়া, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিউলর মকবুল হোসেন, ফরহাদ হোসেন আবির, নারগিস আক্তার, মিরকাদিমের কাউন্সিলর রহিম বাদশা, পৌর ছাত্রলীগ সভাপতি খালেদ মাহমুদ রকি প্রমুখ।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে জেল হত্যা দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*