মাহবুব আলম জয় :মুন্সীগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি সভাকক্ষে বুধবার সন্ধ্যায় উজান ভাটির উদ্যোগে গানে গানে কবিতার আসর হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহীদুজ্জামান। এতে উজান ভাটির সভাপতি সংগীত শিল্পী মো: আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক অভিজিৎ দাস ববি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. শাহীন মো: আমান উল্লাহ, কবি যাকির সাইদ, প্রধান শিক্ষিকা নীলা মোস্তারি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক মো: সাব্বির হোসাইন জাকির, শিল্পী আ: রহিম মনা ও উজান ভাটির সাধারন সম্পাদক হুমায়রা আক্তার রিমা প্রমুখ। পরে কবি যাকির সাইদকে সংগঠনটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে উজান ভাটির গানে গানে কবিতা"