স্টাফ রিপোর্টার : রামপালে দেওসার তালিমুল উম্মাহ আদর্শ মহিলা মাদরাসার দুইদিন ব্যাপি বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সুষ্ঠ ভাবে সম্পন্না করার লক্ষ্যে ওলামায়ে কেরামগণ সহ স্থানীয় এলাকাবাসির এক পরামর্শ সভা হয়েছে।
বুধবার বাদ এশা দেওসার মাদ্রাসা কার্যালয়ে এ সময় পরামর্শ সভায় বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাহদি হাসান সিদ্দিকী, মাওলানা মো: ওবায়দুল্লাহ, হাজী বদিরুদ্দিন আহমেদ, মাওলানা দেলোয়ার হোসেন সাইফি, মাওলানা এমদাদ হোসেন, কে.কে.গভ. ইন্সটিটিউটের সিনিয়র শিক্ষক মো: শহিদুল্লাহ মানিক,বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন আল মামুন, হাজী আবুল কাশেম শেখ, মাদরাসার সাধারন সম্পাদক মো: শামিম হাসান শেখ, মো: সিরাজ ঢালী, মো: শেখ ফরিদ ও সাংবাদিক মাহবুব আলম জয় প্রমুখ। আগামি ২৬ ও ২৭ নবেম্বর তালিমুল উম্মাহ আদর্শ মহিলা মাদরাসার দুই দিন ব্যাপি এই ওয়াজ মাহফিল হবে।
Be the first to comment on "রামপালে তালিমুল উম্মাহ আদর্শ মহিলা মাদরাসায় পরামর্শ সভা"