স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা বিভাগীয় সকল কর্মকর্তাদের সমন্বয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। এই দিন বিকেল ৩ ঘটিকায় পরিদর্শন পরবর্তী পর্যালোচনা সভা মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উপজেলা শিক্ষা অফিসার জনাব তাছলিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস কুমার অধিকারী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মুন্সীগঞ্জ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃকামারুজ্জামান, সুপারিনটেনডেন্ট,পিটিঅাই,মুন্সীগঞ্জ, নজরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মুন্সীগঞ্জ। এই সমন্বিত পরিদর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।সমন্বিত পরিদর্শনকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয় গুলো নতুন সাজে সজ্জিত হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা ইন্সট্রাক্টর, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা ইন্সট্রাক্টর বৃন্দ এই পরিদর্শন কার্যক্রমে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন, পর্যালোচনা সভায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ"