স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মো. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধীর রাজবংশী।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাব মিলনায়তে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির প্রধান লেখক মুজিব রহমানের সভাপতিত্বে সদস্যদের সর্বসম্মতিক্রমে শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলামকে সভাপতি ও সাবেক যুগ্ম-সম্পাদক অধীর রাজবংশীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অন্যান্যের মধ্যে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোহন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মাসুম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম শ্যামল, আইনবিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ, দপ্তর সম্পাদক মো. অমিত খান ও কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত। নবনির্বাচিত এই কমিটি আগামী দুবছর শ্রীনগর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।
Be the first to comment on "শ্রীনগর প্রেসক্লাবের নতুন সভাপতি নজরুল, সম্পাদক অধীর রাজবংশী"