ধর্ম, বর্ণ আর রাজনৈতিক মতার্দশের ভেদাভেদ ভুলে যুগ যুগ ধরে বিপদে-আপদে মানুষ দাড়িয়েছে একজন অপর জনের পাশে । তাইতে গায়ক গেয়েছেন “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শিরোনামে গান। মানুষের এই পাশে দাড়ানোর ধারা অব্যহত রাখলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম বেপারী। রাজনৈকিত মতাদর্শের ভেদাভেদ ভুলে রক্তদান করে এগিয়ে আসলেন ইউনিয়ন যুবদল সভাপতির মুমূর্ষ বাবার জীবন বাচাঁতে ।
জানাগেছে, জেলার টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম হোসাইনের বাবা গুরুত্বর হৃদরোগে আক্রান্ত শাহদাত হোসাইনের ওপেন হার্ট সার্জারির জন্য রক্তের প্রয়োজন হয়। বিষয়টি জেনে শনিবার (২০ অক্টোবর) রাতে ঢাকার পুলিশ হাসপাতালে গিয়ে রক্তদান করেন ছাত্রলীগ নেতা সেলিম। যুবদল সভাপতির সেলিম হোসাইন ও ছাত্রলীগ নেতা মোঃ সেলিম বেপারীর উভয়ের বাড়ি জেলা টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নে।
রক্তদানের বিষয়টি স্থানীয় এক ছাত্রলীগকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ব্যাক্তি ছাত্রলীগ ঐনেতাকে বাহবা ও অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন। ধন্যবাদ জানিয়েছেন যুবদল নেতা সেলিমও।
ছাত্রলীগ নেতা মোঃ সেলিম বেপারী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ করি। বঙ্গবন্ধু সবার আগে মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করতেন, বিপদে-আপদে মানুষের পাশে ধারাতেন। যুবদল সভাপতি মোঃ সেলিম ও আমরা একই এলাকার বাসিন্দা, ওনার বাবার চিকিৎসায় রক্তের প্রয়োজনের কথা জেনে ঢাকা গিয়ে রক্ত দিয়েছি। ছাত্রলীগ কর্মী হিসাবে শিখেছি, যে যেই রাজনৈতিক দল করুক না কেনো মানুষের বিপদে এগিয়ে আশাই মানুষ হিসাবে সবচেয়ে বড় সার্থকতা। এটিই ছাত্রলীগের অন্যতম নীতি। দেশ ও জাতির যেকোন পরিস্থিতিতে সবসময় ছাত্রলীগ ছিলো-আসে-থাকবে।
ডেস্ক নিউজ
Be the first to comment on "মুন্সীগঞ্জে যুবদল সভাপতির বাবাকে বাচাঁতে ছাত্রলীগ নেতার রক্তদান"