তানজিল হাসান: মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেলের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শ্রীনগর স্টেডিয়ামের সামনে ঢাকা-দোহার সড়কে রাস্তা পারাপারের সময় রেজিয়া বেগম (৫৭) নামের ওই বৃদ্ধা নিহত হন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, শনিবার রাতে রাস্তা পারাপারের সময় রেজিয়া বেগম মোটরসাইকেলের চাপায় নিহত হন। তিনি উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব কামারখোলা গ্রামের মৃত ননী কাজীর স্ত্রী।
তিনি আরও জানান, এই ঘটনায় মোটরসাইকেলটি আটক করে শ্রীনগর থানায় আনা হয়েছে। মোটরসাইকেলচালক পালিয়েছে। নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় পাঠানো হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’
Be the first to comment on "শ্রীগরে মোটরসাইকেলের চাপায় বৃদ্ধা নিহত"