শিরোনাম

শেষ কবে ঠিক মতো ঘুমিয়েছি জানি না

 

রোমন রায়: দেবী আসছে। আর মাত্র তিন দিন পর পর্দায় দেখা যাবে জয়া আহসানের প্রতিক্ষীত চলচ্চিত্র ‘দেবী’র। আসছে ১৯ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে আগমন ঘটবে ‘দেবী’ চলচ্চিত্রের।

সেই আগমনের বার্তা নিয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। গতকাল (১৫ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্য দিয়েই ঢাকা ক্লাবে আয়োজিত হয় সংবাদ সম্মেলনের।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, পরিচালক অনম বিশ্বাস, অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়াসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট উপন্যাস দেবী থেকে ‘দেবী’ চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। এতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

 

অনুষ্ঠানে তিনি বলেন, “যতটুকু দায়িত্ব ছিলো আমার তা পালন করা শেষ। বাকিটা দর্শকদের উপর। পরীক্ষার ফলাফল প্রকাশের আগের দিন রাতে একজন পরীক্ষার্থীর যেমন লাগে আমারও ঠিক তেমনই লাগছে। শেষ কবে ঠিক মতো ঘুমিয়েছি জানি না। ‘দেবী’ মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, রাতের ঘুম তত হারাম হয়ে যাচ্ছে।”

চঞ্চলের ভাষ্য, ‘মিসির আলি চরিত্রে অভিনয় করে অনেক ভালো লাগছে। জয়াকে ধন্যবাদ আমাকে এ সিনেমায় সুযোগ দেওয়ার জন্য। যারা হুমায়ুন আহমেদের গল্প পছন্দ করেন, আমাদের অভিনয়ের উপর বিশ্বাস আছে। তারা সিনেমাটি দেখবেন। ‘দেবী’ এগিয়ে গেলে বাংলা সিনেমা এগিয়ে যাবে।’

 

সেন্সর বোর্ডের আরেকজন সদস্য ও পরিচালক সমিতির সভাপতি জনাব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘দেবী’ দেখে আমি প্রথমেই চঞ্চল চৌধুরীকে ফোন করেছিলাম এবং বলেছিলাম আমি তোমার অভিনয় দেখে সত্যিই মুগ্ধ। শুধু আমি না বোর্ডের সবাই দেখে বলছিল একজন চঞ্চল চৌধুরী কি করে পারে নিজেকে ভেঙ্গে নতুন করে উপস্থাপন করতে। তুমি এজন্যই জনপ্রিয়তার চূড়ায় আছো, তুমি আমাদের গর্ব।’

 

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যথাসময়ে সিনেমাটি শেষ করার জন্য জয়া আহসানকে ধন্যবাদ জানাই। তিনি অনেক সাহসিকতার সঙ্গে সিনেমাটি নির্মাণ করেছেন। আমি ‘দেবী’র সার্বিক সাফল্য কামনা করছি।’

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান চলচ্চিত্র প্রযোজনায় এসেছেন, তার জন্য শুভ কামনা সে যেন আরো বেশি বেশি সিনেমা প্রযোজনা করেন। যেনো চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করেন।’

 

আব্দুল আজিজ ‘দেবী’ সিনেমার পরিবেশনকারী হিসেবে দায়িত্বে আছেন। তিনি আরো বলেন ‘দেবী’ ব্যবসায়িক দিক দিয়ে ব্যবসা সফল সিনেমা ‘পোড়ামন-২’ কেও ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি নিজে সিনেমাটি দেখে এধরণের মন্তব্য করেছি।

 

‘দেবী’র প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘সরকারি অনুদান কমিটির কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ তাদের সাপোর্ট না পেলে সিনেমাটি করা যেত না। ‘দেবী’র পুরো টিমকে আমি অনেক ধন্যবাদ জানাই। দর্শকদের বলবো সিনেমাটি হলে এসে দেখুন। কারণ আমাদের মতো নতুন প্রযোজক বাঁচলে আরো নতুন সিনেমা বানাতে পারবো।’

‘আয়নাবাজি’ চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য তৈরি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অনম বিশ্বাসের এবারই প্রথম চলচ্চিত্র পরিচালনা। ‘দেবী’ চলচ্চিত্রের পরিচালনার পাশাপাশি তিনি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। দেবী সিনেমাতে মোট ৪টি গান রয়েছে। চলচ্চিত্রে মিসির আলীর চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী রানু চরিত্রে জয়া আহসান নীলু চরিত্রে শবনম ফারিয়া।

এছাড়া আরো আছেন অনিমেষ আইচ, ইরেশ যাকেরসহ আরো অনেকে। আসছে ১৯ অক্টোবর সারাদেশব্যাপী ২৭ টা সিনেমা হলে মুক্তি আপতত চূড়ান্ত হয়েছে। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপে বিশ্বব্যাপী মুক্তি দেয়া হবে।

 

 

Be the first to comment on "শেষ কবে ঠিক মতো ঘুমিয়েছি জানি না"

Leave a comment

Your email address will not be published.


*