শিরোনাম

ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন অপু বিশ্বাস

 

রোমান রায় : প্রিয় তারকাদের জন্য ভক্তের ভালোবাসার নজির সারা বিশ্বে। পছন্দের তারকার জন্য কি না করেন ভক্তরা। এমনকি জীবন দিতেও পারেন, যেমনটি ঘটেছিল সালমান শাহ’র মৃত্যুর পরবর্তী সময়ে। প্রিয় তারকার সান্নিধ্য লাভ করতে ভক্তের চেষ্টা থাকে সর্বোচ্চ। কোনো ভাবে যদি সেই সুযোগ মিলে দেখার, তাহলে তো কথাই নেই। ঠিক তেমনি এক সুযোগ এলো অপু ভক্তদের। নায়িকার কাছাকাছি এলেন ভক্তরা। শুধু কাছাকাছিই নয় রীতিমত চমকে দেন অপুকে।

গতকাল বৃহস্পতিবার ছিলো ঢাকাই ছবির কুইন অপু বিশ্বাসের জন্মদিন। জন্মদিন নিয়ে তার কোনো আলাদা প্ল্যান ছিলো না তার। জন্মদিনের প্রথম প্রহরে কাছের বন্ধুরা অপুকে সারপ্রাইজ দিয়েছেন। সেটাতেই অপু ছিলেন আপ্লুত। সন্ধ্যায় ঘটে ভক্তদের পক্ষ থেকে সেই চমক। ভক্তরা কৌশলে রাজধানীর মগবাজারের রেড অর্কিড রেস্টুরেন্টে নিয়ে যান অপুকে। সেখানকার দৃশ্য দেখে অপুর বিস্ময়ের সীমা রইলো না। তার অজান্তেই ভক্তরা আয়োজন করেছিলেন সারপ্রাইজ পার্টির।

 

পুরো আয়োজনটা সফল ও স্বার্থক করে তোলতে নিরলস ভাবে পরিশ্রম করেছেন শামীম আহমেদ রাজ। তিনি গো নিউজকে বলেন, ‘আমরা এখানে সবাই অভিনেত্রী অপু বিশ্বাসকে অনেক ভালোবাসি তার কাজকে ভালোবাসি এবং সেই জন্যই আমরা তাকে ভালোবেসে তার জন্য আমাদের ছোট্ট আয়োজন। আমি কৃতজ্ঞ যে, তার মত এতো বড় মাপের একজন অভিনেত্রী আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, আমি সেজন্য আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি।’

 

 

 

রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমে অপু বিশ্বাসকে ফুল ছিটিয়ে বরন করে নেয়া হয়। তারপর তিনি একচোখে মুগ্ধ নয়নে আর অবাক চোখে সবার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি আসলেই আগে থেকে জানতাম না যে, আমার জন্য এতো বড় চকম অপেক্ষা করছে। আজ আমি এই যে অপু বিশ্বাস হতে পেরেছি তার পুরোটাই আমার ভক্তদের জন্য। তাই আমি চাই আপনারা সবাই আমাকে এভাবে ভালোবেসে যাবেন আর দোয়া করবেন যাতে করে সামনে আমি অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি। সবাই আমাকে শুভেচ্ছা জানাতে আসছেন ও আমার সাংবাদিক ভাইয়েরা আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এতো সুন্দর একটি আয়োজন করার জন্য আমি আমার ছোট ভাই শামীম আহমেদ রাজকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই।’

 

 

এছাড়া অনুষ্ঠানে তার ভক্তরা তার অভিনীত সিনেমার গান পরিবেশন করেন আবার কেউ নাচ পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন মিডিয়া অঙ্গনের প্রিয়মুখ সেলিম শাকিব। এভাবে প্রিয় তারকার সাথে জন্মদিন অনুষ্ঠান কাটে তার ভক্তদের।

 

Be the first to comment on "ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন অপু বিশ্বাস"

Leave a comment

Your email address will not be published.


*