জসীম উদ্দীন দেওয়ান: রোববার মুন্সীগঞ্জে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তিনটার দিকে প্রধানমন্ত্রীর সুধি সমাবেশ স্থল এবং এর আশপাশের এলাকা পরিদর্শনে আসেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় রেল মন্ত্রী মজিবুল হক চুন্নুও সেতু মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
সেতু মন্ত্রী প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুোষ প্রকাশ করে বলেন, পদ্মা সেতুর কৃতিত্ব প্রধানমন্ত্রীর একক কৃতিত্ব। প্রধানমন্ত্রীর দৃঢ় মবোবল ও সাহসীকতার কারণে আজ পদ্মা সেতু দুশ্যমান। পদ্মার দুইপাড়ে যারা পৈত্রিক ভিটা ছেড়ে দিয়েছে এই পদ্মা সেতুর জন্য, তাদের অবদানকেও মন্ত্রী শ্রদ্ধার সাথে স্বরণ করেন।
munshigonj24
Be the first to comment on "পদ্মা সেতুর কৃতিত্ব প্রধানমন্ত্রীর একক কৃতিত্ব – ওবায়দুল কাদের"