রোমান রায় : রাজধানীবাসীর জন্য সুখবর নিয়ে আসলেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান।গতকাল ৮ অক্টেবর ছিলো স্টার সিনেপ্লেক্সের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।এই উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানন-ধানমন্ডির(সীমান্ত স্কয়ার সংলগ্ন সীমান্ত সম্ভার) এর তিনটি মাল্টিপ্লেক্স করছি,খুবই মর্ডান ডিজাইন দিয়ে সব কাজ শেষ।শুধু মাত্র চালু হওয়ার আনুষ্ঠানিকতা বাকী।আর এদিকে গুলশান,বনানীর আশপাশ এলাকায় বসবাসকারীদের জন্য মহাখালীতে একটি এবং উত্তর ও পূর্বাচল অঞ্চলের জন্য ও মাল্টিপ্লেক্স নির্মাণের প্রাথমিক কাজ ধরা হয়েছে।একেবারেই নতুন প্রযুক্তি থাকবে সেখানে।এতো তারা থ্রী ডি এক্স টেকনোলোজি দেখেছেন।এখন থেকে তারা নতুন এই মাল্টিপ্লেক্সে কোরিয়ান অত্যাধুনিক ফোর ডি এক্স দেখবেন।তিনি আরো বলেন-ফোর ডি এক্স সিট মুভমেন্ট করবে,বৃষ্টি হলে পানি পড়বে,বরফ দেখলে ঠান্ডা হাওয়া আসবে আবার বোমা ব্লাস্ট হলে গরম হাওয়া আসবে।এগুলোর কাজের পরই নতুন করে কক্সবাজার ও চট্টগ্রামেও মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ ধরা হবে।জনাব মাহবুবুর রহমান আরো জানান-মাল্টিপ্লেক্স আকারে সিনেথিয়েটার নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করবে সিনেপ্লেক্স কতৃপক্ষ।
Be the first to comment on "ঢাকায় আরো নির্মিত হচ্ছে সিনেপ্লেক্স"