স্টাফ রিপোর্টার: আগামী ১৩ অক্টোবর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর রেলের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সোমবার (৮ ই অক্টোবর) রোজ সোমবার বিকেল ৪ ঘটিকায় উক্ত উদ্বোধন স্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় আওয়ামীলীগ,জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।
সম্মানিত নেতৃবৃন্দদের থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করেন ও জনসভা স্থল সম্পর্কে অবগত করেন মুন্সীগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
এ সময় উপস্হিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন। কেন্দ্রীয় আওয়ামীলীগের ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মহিবুল হক নওফেল চৌধুরী। মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, লৌহজং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, সাঃ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, জেলা আওয়ামীলীগেরর উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, টঙ্গীবাড়ি বাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আল আসাদ বারেক সহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উদ্বোধন স্থল পরিদর্শনে আওয়ামীলীগের নেতৃবৃন্দ"