শিরোনাম

পপিময় চলচ্চিত্র ‘সেভ লাইফ

 

রোমান রায়:  জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ভিন্ন ভিন্ন চরিত্রের মধ্য দিয়ে জয় করে নিয়েছেন দর্শক হৃদয়। আবারো ভিন্ন একটি গল্পের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই পর্দা কন্যা। যার শিরোনাম ‘সেভ লাইফ’।

 

নতুন ছবি প্রসঙ্গে গো নিউজকে পপি বলেন, “একটি জনসচেতনতা মূলক ও খুবই বাস্তবিক একটি মৌলিক গল্পের সিনেমা ‘সেভ লাইফ’। ছবিটি ফায়ার সার্ভিসের সাথে যারা যুক্ত তাদের জীবনের ঝুঁকি, বহু ত্যাগ ও হাজারো কষ্টে গাঁথা গল্প নিয়ে নির্মিত হবে।”

 

তিনি আরো জানান, গল্পে দেখা যাবে আমি একটি দুর্ঘটনায় পতিত হয়, তারপর সেখান থেকে আমাকে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাকে উদ্ধার করে। এরপর তার সাথেই আমার মন দেওয়া নেওয়া হয়। এবং জনকল্যাণকর কাজে আমি আমার ভালোবাসার মানুষকে সহযোগীতা করি।

 

‘সেভ লাইফ’এ পপির বিপরীতে থাকবেন ফেরদৌস ও আনিসুর রহমান মিলন। ছবিটি পরিচালনা করবেন আমিনুল ইসলাম শোভা। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসেই শুটিং শুরু হবে বলে জানান এই নায়িকা।

 

নির্মাতা শহীদুল হক খানের নতুন দুটি ছবি ‘টার্ন’ এবং ‘যুদ্ধশিশু’ ছবির কাজ করেছেন পপি। এর পর পরই কাজ করেছেন সাদেক সিদ্দিকির ‘সাহসী যোদ্ধা’ সিনেমাতেও।

 

এ ছাড়াও পপি অভিনয় করেছিলেন আরিফুর জামান আরিফ নির্দেশিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রটিতে। সিনেমায় তিনি পার্বতী চরিত্রে অভিনয় করছেন। দেবদাস চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস।

সাদিকা পারভীন পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন। ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি।

Be the first to comment on "পপিময় চলচ্চিত্র ‘সেভ লাইফ"

Leave a comment

Your email address will not be published.


*