মুন্সীগঞ্জ সদরের কমলাঘাট বাণিজ্যিক বন্দরের একটি প্লাস্টিক কারখানাসহ, ডাল ও একটি কাঠের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। রবিবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
জানা যায়, প্লাস্টিক কারখানায় আগুন লাগার পর কারখানার শ্রমিকরা আগুন দেখতে পেয়ে চিৎকার করে বাইরে চলে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এসময় আগুনের তীব্রতা বেড়ে গেলে পাশে থাকা কাঠের ও ডালের গুদামে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্লাস্টিক কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ডালের গুদামের ডালের বস্তা সরাতে পারলেও রক্ষা হয়নি প্লাস্টিক কারখানা ও কাঠের গুদাম। আগুনে ৫০ লাখ টাকার ওপরে আর্থিক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।’
ডেস্ক রিপোর্ট
Be the first to comment on "মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন"