স্টাফ রিপোর্টার : শ্রীনগরে নারী স্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ কর্মসূচি পালিত হয়েছে।পাবলিক হেলথ ফাউন্ডেশন,মেরী ষ্টোপস ক্লিনিক,ঐতিহ্য সংস্কৃতি বিকাশ মঞ্চ,শান্তির চেষ্টা,শহীদ জনক শামসুল হক স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে এ নারী স্বাস্থ্য সেবা দেয়া হয়।এসময় ক্যান্সার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও হয়।
শুক্রবার উপজেলার ভাগ্যকুলের চারিপারা ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মন্টু খানের বাড়িতে এ স্বাস্থ্য সেবা দেয়া হয়।সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় দুই শতাধিক নারীর মাঝে স্বাস্থ্য সেবা ও জরায়ু মুখে ক্যান্সার পরিহ্মা করা হয়।
ক্যান্সার প্রতিরোধ ও নারী স্বাস্থ্য সেবা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডাঃ মুজাহেরুল হক,পাবলিকহেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ সমির শাহা,প্রফেসর ডাঃ নুরুল গনী, ডাঃ জাকিয়া আলম,ডাঃ মাহমুদা ইসলাম স্নিগ্ধা,শান্তির চেষ্টার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সালাউদ্দিন,শান্তির চেষ্টার সহ-সভাপতি তাইজুল ইসলাম উজ্জ্বল,বারেক খাঁন,নাদিম,মিঠু শিকদার, সোহাগ হোসেন,ইশান হাফিজ,রহিম মাদবর,হাবিবা আক্তার হিমু,প্রিন্স,কালাম,ধ্রুব ফাউন্ডেশনের রাজিব এহসান ও লোকমান,মনিরুল ইসলাম,তামিম,নাহিদ,নূর জামান,জুয়েল,সোহেল,কাওছাড় প্রমুখ।
Be the first to comment on "শ্রীনগরের ভাগ্যকুলে বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধ কর্মসূচি পালিত"