স্টাফ রিপোর্টার : বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নাম পরীমনি । অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রায়ই নানান কর্মকান্ড করে থাকেন। শনিবার (৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে একটি স্কুলে গিয়ে শিশুদের পাশে মমতায় দাঁড়িছিলেন তিনি। শিশুদের পেয়ে এক আনন্দের খুশির বন্যা বয়ে আসে পরীমনির মাঝে।
তিনি তার ফেসবুক আইডিতে কিছু এই শিশুদের সাথে ছবি শেয়ার করেন। মিরপুরে একটি সংগঠনের উদ্যোগে গড়ে উঠা স্কুলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা পড়াশোনা করে। সেখানে এই বাচ্চাদের সাথে কবিতা গান আর খুনসুটিতে মেতে উঠেন তিনি।
বিদ্যালয়টিকে পরীমনি ‘রবীন্দ্র-রচনাবলি’ সমগ্র উপহার দেন। এ সময় শিশুরা পরীমনিকে গান কবিতা গজল শোনান। এতে দারুণ সময় উপভোগ করেন এই অভিনেত্রী।
Be the first to comment on "সুবিধা বঞ্চিত শিশুদের পাশে পরীমনি"