টঙ্গীবাড়ি প্রতিনিধি: টঙ্গীবাড়ি উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের বিদায় সংবর্ধনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে টঙ্গীবাড়ি প্রেসক্লাবের আয়োজনে বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানা ওসি তদন্ত সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি এড: জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, টঙ্গীবাড়ি অনলাইন প্রেসক্লাবের সভাপতি বেলায়েত শাহীন, সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, উপজেলা শিল্পকলার সাধারন সম্পাদক নবীন কুমার রায়, সাংবাদিক ফরদান দেওয়ান, সামসুদ্দিন তুহিন, মশিউর শুভ, সাহাবুদ্দিন তালুকদার, জহিরুর ইসলাম, নাজমুল ইসলাম পিন্টু, জসিম সহ উপজেলার কর্মরত কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী মোহাম্মদ কাবিরুল ইসলাম খান টংগিবাড়ি উপজেলার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্ববান ছিলেন, তার সময়ে ভূমি অফিসের সুনাম হয়েছে এবং ভূমি অফিসের পরিবেশ আধুনিকায়ন হয়েছে বলে বক্তারা জানান। ওয়ান ষ্টপ সার্ভিস, রেকর্ড রুম, সেবা প্রার্থী সেবা কেন্দ্র সহ ফুলের বাগান করে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছেন ভূমি কর্মকতা।
Be the first to comment on "টঙ্গীবাড়ি সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাবিরুল ইসলামের বিদায় সংবর্ধনা"