স্টাফ রিপোর্টার :মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম এনডিসি।
এতে জেলা প্রশাসক সায়লা ফারজানা সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্তি জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক এইচ.এম রকিব হায়দার,অতিরিক্তি পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার মো: আশফাকউজ্জামান , সদর উপজেলা চেয়ারম্যান মো: আনিছুজ্জামানসহ জেলার প্রতিটি দফতরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজসহ সাধারণ জনতা অংশ নেন। মিছিলটি কালেক্টরেট মাঠের মেলা প্রাঙ্গণ হয়।
মেলায় ৯০ টি স্টল বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে অংশ গ্রহণ করছে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা, পিঠা উৎসব সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন"