স্টাফ রিপোর্টার : শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও যুব সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে পাটাভোগ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শ্রীনগর ফেরিঘাটে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন। পাটাভোগ ইউপি যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন খান পাপ্পুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন পরিবেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম সারোয়ার মামুন,বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মাহাবুব আলম,কেন্দ্রীয় যুবলীগের সদস্য, মশিউর রহমান চপল প্রমুখ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের অর্থ সম্পাদক মশিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুল ইসলাম শেখ ড্যানিশ,শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,সাধারণ সম্পাদক মো: হামিদুল্লা খান মুন, শ্রীনগর উপজেলা যুবলীগের সহসভাপতি এস.এম মুরাদ,যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন,সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা তালুকদার, পাটাভোগ ইউপি যুবলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম বাবু, শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, যুবলীগ নেতা জি, এম খালিদ,ভাগ্যকুল ইউনিয়ন কৃষক লীগ সভাপতি জুয়েল সরদার,ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ গফুর, সাধারণ সম্পাদক মামুন কবির,সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক রতন সাহা, যুবলীগ নেতা মনিরুল ইসলাম মিঠু, সাইদুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা শাওন খান প্রমুখ।
মাকসুদ আলম ডাবলু বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশারী করতে হলে সকলকে একযোগে কাজ করে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করতে হবে।
Be the first to comment on "শ্রীনগরে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল ও যুব সমাবেশ"