সিএম তানজিল হাসান :মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উপজেলার মুক্তারপুর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জানান, ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে। মরদেহের পরনে শুধু একটি ট্রাউজার ছিল। এখনও তার পরিচয় জানা যায়নি।
Be the first to comment on "ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার"