শিরোনাম

অপহরণের পর শিশুকে ধলেশ্বরীতে ফেলে দিল যুবক

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তারপুর সেতুর উপর থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় নাজমুল হুদা লিয়ন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। এর আগেরদিন রাতে ফতুল্লার ভোলাইল এলাকার আবদুল মজিদ থানায় জিডিতে অভিযোগ করেন- তার ৫ বছরের ছেলে আহাদ বাবুকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী লিয়ন।

 

এদিকে লিয়নকে আটকের পর তিনি স্বীকার করেছেন গত বুধবার রাতেই বাবুকে মুক্তাপুরের সেতু থেকে নিচে ফেলে দিয়েছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

 

জিডির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই রোমান খান জানান, মুক্তারপুর সেতুটি মুন্সীগঞ্জ সদর থানার আওতাধীন। ফতুল্লা মডেল থানায় জিডির পরে রাতে মুক্তারপুর সেতু এলাকা থেকে মুন্সীগঞ্জ থানা পুলিশ লিয়নকে আটক করে। পরে তিনি ওই পুলিশের কাছে বাবুকে সেতু থেকে নিচে ফেলে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এখন পুরো বিষয়টি তদারকি করছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

 

ইত্তেফাক

 

Be the first to comment on "অপহরণের পর শিশুকে ধলেশ্বরীতে ফেলে দিল যুবক"

Leave a comment

Your email address will not be published.


*