শিরোনাম

সিরাজদিখানে নুরুল আলম চৌধুরীর দিনব্যাপি গণসংযোগ

 

স্টাফ রিপোর্টার :  সিরাজদিখানে (২৫ সে‌প্টেম্বর) মঙ্গলবার সারা‌দিনব্য‌পি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি, শেখ রা‌সেল ক্রীড়া চ‌ক্রের প্রে‌সি‌ডেন্ট ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক নুরুল আলম চৌধুরী  গণসংযোগ করেছেন। সিরাজ‌দিখান উপ‌জেলার মালখানগর, বয়রাগা‌দি, মধ্যপাড়া, জৈনসার ও রশু‌নিয়া ইউনিয়‌নের বিভিন্ন গ্রামে গণসং‌যোগ ক‌রেন।  এসম‌য় তিনি বাজার ও আশেপা‌শের দোকানসমূ‌হের ক্রেতা ও বি‌ক্রেতা‌দের মা‌ঝে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সু‌যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জন‌নেত্রী শেখ হা‌সিনা সরকা‌রের ক‌য়েক‌টি উল্লেখ‌যোগ্য উন্নয়ন প্রক‌ল্পের স‌চিত্র লিফ‌লেট  সর্বসাধার‌ণের মাঝে বিতরণ ক‌রেন ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সীগঞ্জ ১ আসন (শ্রীনগর – সিরাজদিখান) এলাকা হতে মনোনয়ন প্রত্যাশী।এসময় তিনি বয়রাগ‌াদি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলাউ‌দ্দিন গাজী,      রশু‌নিয়া ইউ‌পি চেয়ারম্যান ইকবাল হো‌সেন ও জৈনসার ইউপি চেয়ারম্যান র‌ফিকুল ইসলাম দুদুর সা‌থে সৌজন্য সাক্ষাৎ এবং লিফ‌লেট প্রদান ক‌রেন।

গণসংযোগে অন্যদের মধ্যে ছিলেন  ষোলঘর ইউনিয়ন আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি ও শ্রীনগর উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস্য ইদ্রিস আলী মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সা‌বেক সাধারণ সম্পাদক আশ্রাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শ‌হিদ, ওয়ার্ড সাধারণ সম্পাদক দুলাল  ও আরিফুল, ইউনিয়ন যুবলী‌গ সভাপ‌তি কাজী উজ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হা‌লিম খান, সাংগঠ‌নিক সম্পাদক শ্যামল, শ্রীনগর ক‌লেজ ছাত্রলী‌গের সহ সভাপ‌তি আল আমিন, ইউনিয়ন যুবলী‌গের সা‌বেক প্রচার সম্পাদক মাসুদ পার‌ভেজ, ইউনিয়ন কৃষকলী‌গের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ইউপি মেম্বার মোতা‌লেব ও ম‌হিউ‌দ্দিন।এছাড়াও ম‌ফিজ, সিরাজুল, ম‌শিউর, রিমন, জাহাঙ্গীর, মুরাদ,পাপ্পু ও সজল প্রমুখ।

নুরুল আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। আগামিতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওযামীলীগকে জয়যুক্ত করতে হবে।

 

Be the first to comment on "সিরাজদিখানে নুরুল আলম চৌধুরীর দিনব্যাপি গণসংযোগ"

Leave a comment

Your email address will not be published.


*