শিরোনাম

মুন্সীগঞ্জে মহাসড়কের মান উন্নয়ন কাজের উদ্বোধন সেতুমন্ত্রীর

 

মঈনউদ্দিন সুমন : মুন্সীগঞ্জ: ভবেরচর-গজারিয়া-মুন্সীগঞ্জ মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্থতায় উন্নতী করণ কাজের উদ্বোধন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পথে ঢাকা-কক্সবাজার সফরকালে তিনি মহাসড়কের ভবরচর এলাকায় এই কাজের উদ্বোধন করেন। দীর্ঘ দিনের দাবী পূরন হওয়ায় আনন্দিত গজারিয়া বাসী।

 

১২.৬০ কিলোমিটার সড়কের মধ্যে ৪টি ব্রীজ ও ১টি কালভার্ট আছে। এর ব্যয় ধরা হয়েছে ৮০.৫৮ কোটি টাকা। ২০২০ সালের ৩১ডিসেম্বর কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

 

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা প্রমুখ।

Be the first to comment on "মুন্সীগঞ্জে মহাসড়কের মান উন্নয়ন কাজের উদ্বোধন সেতুমন্ত্রীর"

Leave a comment

Your email address will not be published.


*