শিরোনাম

গত ১০ বছরে দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি: অ্যাটর্নি জেনারেল

তানজিল হাসান : আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে মুন্সীগঞ্জবাসীর বিশ্বাস ভাঙবেন না বলে আশ্বস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা আমাকে বিশ্বাস করেছেন। গত ১০ বছরে কোনও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আপনারাও আমাকে বিশ্বাস করতে পারেন। যদি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, তবে আমিও আপনাদের বিশ্বাস ভঙ্গ করবো না। যতদিন বেঁচে থাকবো, ততদিন বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে বেঁচে থাকবো। শেখ হাসিনা শতভাগ ভালো মানুষেকে মূল্যায়ন করেন। আশা করি, আমাকেও তিনি মূল্যায়ন করবেন।’

 

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাহবুবে আলম বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়াবিদ। তার ছেলেরা ছিলেন ক্রীড়ানুরাগী ও সংস্কৃতিমনা। তার কন্যা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বর্তমানে ক্রীড়ায় ব্যাপক সফলতা এসেছে। শেখ হাসিনার বাংলাদেশ এখন সুখি-সমৃদ্ধ। তিনি মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, ছাত্রদের ভাতাসহ নানা ভাতা জনগণকে দিয়ে আসছেন। সবাই এখন দুই বেলা ভালো খেতে পায়।’

 

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছিলেন। কিছু কুচক্রীর কারণে পদ্মা সেতু নির্মাণ বন্ধ হতে চলেছিল। এখন আমাদের নিজস্ব অর্থায়নেই তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মা সেতু।’

 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, বাংলাদেশও হতো না। বঙ্গবন্ধু তার স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। তার স্বপ্ন বাস্তবায়ন করছেন তার কন্যা শেখ হাসিনা।’

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, লৌহজং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ফুকু প্রমুখ।

 

Be the first to comment on "গত ১০ বছরে দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি: অ্যাটর্নি জেনারেল"

Leave a comment

Your email address will not be published.


*