শিরোনাম

পঞ্চসারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাড়িতে হামলা ভাংচুর॥ থানায় অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের পঞ্চসার ডিঙ্গাভাঙ্গা এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সেবীদের হামলার শিকার হয়েছে স্থানীয় সংগঠক প্রথম আলো বন্ধুসভার সদস্য মো: শাহরিয়ার হোসাইন। জানা যায় শাহরিয়ার মাদক ব্যবসায়ীদের বিপক্ষে কাজ করার জন্যই এই হামলা করা হয়েছে।

 

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলার পঞ্চসার ইউয়িনের ডিঙ্গাভাঙ্গা মন্ডলবাড়ীর বাগানে ইয়াবা সেবন করার সময় সদর থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের তাড়া করে। পরবর্তীতে সন্ধ্যার পরে পুনরায় একই স্থানে মদ ও ইয়াবা টেবলেট বানানোর সরঞ্জাম নিয়ে আড্ডায় বসে মাদক ব্যবসায়ীরা। এ সময় সিরাজ মাদবর, হুমায়ুন, শাহাবুদ্দিন, সুলতান, জুয়েল, শাহরিয়ারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে মদ ও ইয়াবা নিয়ে অত্র স্থান থেকে চলে যাওয়ার জন্য বললে মাদক ব্যবসায়ী ও সেবীরা এর পর থেকে এখানে অস্ত্র নিয়ে আসবো দেখি কে কি করে বলে হুমকি প্রদান করে।

পরবর্তীতে তারা আরো মাদক সেবীদের ফোন করে এনে বেপরোয়া হয়ে মাদক সেবন করে এবং এলাকায় ঘুরতে থাকে। রাত পৌনে বারোটার সময়  শাহরিয়ারের বাসায় হামলা করে ভাংচুর করে এবং শাহরিয়ারকে খোঁজে। এ সময় মাদক ব্যবসায়ীরা ভয়ভীতি প্রদর্শনের জন্য ৩রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেন বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।

 

এ বিষয়ে রবিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে মাদক ব্যবসায়ী মাদকের ডিলার অলিকে (২৫) (পিতার নাম: নছির উদ্দিন) প্রধান আসামী করে ৭ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে মুন্সীগঞ্জ সদর থানায়।

 

উল্লেখ্য শাহরিয়ার দীর্ঘদিন দৈনিক সরেজমিন বার্তাসহ স্থানীয় অনলাইন সংবাদপত্রে কাজ করতেন।

 

Be the first to comment on "পঞ্চসারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাড়িতে হামলা ভাংচুর॥ থানায় অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*