মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে উদ্বোধন হয়েছে।
শনিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে টুর্নামেন্টের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খেলার উদ্বোধন করে জেলা প্রশাসক সায়লা ফারজানা। উদ্বোধনী খেলায় লৌহজং উপজেলা শ্রীনগর উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে, টঙ্গীবাড়ি উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা, গজারিয়া উপজেলাকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে সিরাজদিখান উপজেলা। এতে মোট ৭ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এইচ এম রকিব হায়দারের সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হাই তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) হারুন অর রশীদ, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযুদ্ধা এম এ কাদের মোল্লা,ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী,এড শাহীন মো: আমানউল্লাহ ও এড. গোলাম মাওলা তপন প্রমুখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন"