বেড়া প্রতিনিধি : পাবনায় বেড়া উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) তে চ্যাম্পিয়ন হয়েছে কৈটলা ইউনিয়ন একাদশ।
বৃহস্পতিবার (১৩ই সেপ্টেম্বর) বিকালে বেড়া শহিদ আব্দুল খালেক স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফইনাল অনুষ্ঠিত হয় । এতে বেড়া পৌর একাদশ ও কৈটোলা ইউনিয়ন একাদশ ফাইনাল খেলায় ২-২ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে ২ গোলে হেরে যায় বেড়া পৌর একাদশ । চ্যাম্পিয়ন হয় কৈটলা ইউনিয়ন একাদশ ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন । এসময় বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী,র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল কাদের, বেড়া পৌর মেয়র আলহাজ্ব আ: বাতেন, সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসান প্রমুখ। । এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
Be the first to comment on "বঙ্গবন্ধু গোল্ডকাপে বেড়া উপজেলায় চ্যাম্পিয়ন কৈটলা ইউনিয়ন"