শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জ শ্রীনগর মর্ডান (সাবেক আধুনিক) হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়েছে। জানা-যায়, সোমবার রাত ১২ টার দিকে উপজেলার মধ্যবাঘড়া গ্রামের কাতার প্রবাসী ইউসুপের স্ত্রী লাভলী আক্তারকে ডেলীভারী করানো জন্য তার নিকট আত্মীয় স্বজন তাকে শ্রীনগর মর্ডান হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ লাভলীর আত্মীয়-স্বজনকে জানায়, চিন্তার কারণ নেই, ঢাকা থেকে ডাক্তার এসে সিজার করাবে। এ দিকে ঢাকার ডাক্তারের অপেক্ষা করতে করতে লাভলীর অবস্থা সংকটাপন্ন হতে থাকে। পরবর্তীতে মর্ডান হাসপাতাল কর্তৃপক্ষ ডাঃ দেলোয়ার হোসেন ও নার্স বৃষ্টিকে সিজার করানোর দায়িত্ব দেয়। তারা রাত ১২ টা হতে ৩টা পর্যন্ত লাভলীর ডেলীভারি করানোর সকল চেষ্টার পর ব্যর্থ হয়। লাভলীর আত্মীয় স্বজনদের সাথে মর্ডান হাসপাতাল কর্তৃপক্ষের বাকবিতন্ড বাধে। পরে নিরুপায় হইয়া লাভলীর নিকট আত্মীয়-স্বজন নবজাতকের মাথা বের করা অবস্থায় একটি অটো রিক্সসা যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার লাভলীকে সিজার করায়। পরে লাভলীর একটি মৃত-নবজাতকের জন্ম হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মর্ডান হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থ ডেলীভারির চেষ্টার ফলে নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে। লাভলী আক্তারকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে লাভলীর ভাই আসাদুজ্জান বাদী হয়ে মর্ডান হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে মর্ডান হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য হাসপাতালে গেলে হাসপাতালটি খোলা অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মৃত নবজাতকের সুরত হাল ও ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর জানা যাবে কার অপরাধে নবজাতক মৃত্যু হয়েছে। সেটা জানার পরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
Be the first to comment on "মর্ডান হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শ্রীনগরে নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ"